২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত চলছে: নাহিদ ইসলাম

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লী থেকে ছঁক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। গণতান্ত্রিক রুপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।

‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে, বলেন তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় প্রকাশ্যে গুলিবর্ষণ, শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্যস্ততম পশ্চিম পয়েন্টে শত শত দর্শনার্থীর সামনে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলী আকবর ওরফে

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৬, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর তীব্র বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হামলার সংখ্যা ও ভয়াবহতা বেড়ে

প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনায় জাতীয় উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বান বিশিষ্টজনদের

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা নিয়ে দেশের রাজনীতি ও জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার পদত্যাগ করলে

নিউইয়র্ক টাইমসের শিরোনাম: নির্বাচনী চাপে ইউনূসের পদত্যাগের হুমকি

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচন নিয়ে তৈরি চাপের মুখে আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে

Scroll to Top