২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের মন্তব্যের জবাবে ভারতের কড়া প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক:

সিন্ধু পানি চুক্তি নিয়ে জাতিসংঘে পাকিস্তানের মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের স্থায়ী প্রতিনিধি পারভতনেনি হরিশ পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের বৈশ্বিক কেন্দ্র’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “পাকিস্তান যতদিন সীমান্তপারে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করবে, ততদিন এই ৬৫ বছরের পুরনো চুক্তি কার্যকর থাকবে না।”

শনিবার (২৪ মে) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি যখন বলেন, “পানি জীবন, যুদ্ধের অস্ত্র নয়,” তখন ভারত পাল্টা জবাবে জানায়, চুক্তির মূল আত্মা পাকিস্তান বারবার লঙ্ঘন করেছে।

পারভতনেনি হরিশ বলেন, “১৯৬০ সালে মৈত্রীর ভিত্তিতে এই চুক্তি স্বাক্ষরিত হলেও পাকিস্তান এরপর তিনবার ভারতকে যুদ্ধের মুখোমুখি করেছে এবং হাজার হাজার সন্ত্রাসী হামলায় সক্রিয়ভাবে জড়িত থেকেছে। গত চার দশকে ২০ হাজার ভারতীয় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছে, যার দায় পাকিস্তান কোনোভাবেই এড়াতে পারে না।”

ভারত আরও জানায়, জলবায়ু পরিবর্তন, পরিষ্কার জ্বালানির চাহিদা এবং নিরাপত্তা হুমকির কারণে কিছু বাঁধের কাঠামোগত সংস্কার প্রয়োজনীয় হয়ে উঠেছে, অথচ পাকিস্তান সেগুলোর আধুনিকীকরণে বাধা দিয়ে যাচ্ছে।

দিল্লির অভিযোগ, চুক্তির কিছু ধারা নিয়ে আলোচনার জন্য ভারত বারবার উদ্যোগ নিলেও গত দুই বছরে পাকিস্তান তাতে কোনো সদিচ্ছা দেখায়নি।

পারভতনেনি হরিশ আরও বলেন, “পাকিস্তান এখন এই চুক্তিকে কেন্দ্র করে বিশ্ববাসীর সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, অথচ বাস্তবে তারাই সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক। যদি এই বাস্তবতা পাকিস্তান মেনে না নেয়, তবে দক্ষিণ এশিয়ায় কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতের বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফের দাবি, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে অগ্রসর হচ্ছিলেন এবং

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৬, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর তীব্র বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হামলার সংখ্যা ও ভয়াবহতা বেড়ে

১১ সপ্তাহ পর অবশেষে গাজায় প্রবেশ করল মানবিক ত্রাণ, জাতিসংঘ এখনো নিশ্চিত নয় সহায়তার বিতরণ নিয়ে

নিজস্ব প্রতিনিধি:টানা ১১ সপ্তাহের অবরোধের অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে বহুল প্রত্যাশিত মানবিক সহায়তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো মোট ১০৭টি ত্রাণবাহী ট্রাক ২২

ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার জবাবে এবার পাল্টা পদক্ষেপ নিল ইসলামাবাদ। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে

Scroll to Top