নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্ত দিয়ে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৩ মে) রাত ৯টায় ৯৩২ নম্বর সীমান্ত পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজিবির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের করলা ক্যাম্পে অবস্থানরত কিছু অভিবাসীকে সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর পরিকল্পনার খবর পেয়ে বিজিবি বিএসএফকে সতর্ক করে জানায়, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় যাচাই সাপেক্ষে গ্রহণ করা হবে। অন্য দেশের কোনো নাগরিককে প্রবেশ করতে দেওয়া হবে না।
এরপর বিএসএফ ২৪ জন ব্যক্তির নাম-পরিচয় বিজিবিকে পাঠায়। যাচাই-বাছাই শেষে পরিচয় নিশ্চিত হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ এবং শিশু—যারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: দাসিয়ার ছড়ার তাজুল ইসলাম ও তার পরিবার, কামালপুর গ্রামের মানব আলী ও পরিবার, আরাজী নেওয়াশীর জায়দুল হক ও তার পরিবারের সদস্যরা, ভাঙ্গামোড়ের হাসেন আলী এবং নাগেশ্বরীর গোপালপুর গ্রামের আব্দুস ছালাম।
বিজিবি-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, “নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”