২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

ঈদুল আজহায় বাজারে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে আসছে নতুন নকশার টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন ছাপানো এসব টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে না। বরং নোটগুলোতে থাকবে দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর ছবি।

শনিবার (২৪ মে) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

গভর্নর বলেন, “ঈদে বাজারে প্রথম পর্যায়ে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে। ইতোমধ্যে ২০ টাকার নোট ছাপা প্রায় শেষ হয়েছে এবং আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপর পর্যায়ক্রমে ৫০ ও ১০০০ টাকার নোটও কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছাবে।”

টাঁকশাল সূত্র জানিয়েছে, নতুন নকশার নোট ছাপাতে ১ থেকে দেড় বছর সময় লাগে। বর্তমান অন্তর্বর্তী সরকার গত ডিসেম্বরে নতুন ডিজাইনের সিদ্ধান্ত নেওয়ার পর চলতি মাসে ছাপার কাজ শুরু করে টাঁকশাল।

টাঁকশাল আরও জানিয়েছে, একসঙ্গে তিনটির বেশি মূল্যমানের নোট ছাপানোর সক্ষমতা নেই বিধায় প্রথম ধাপে এই তিনটি মূল্যমানেই নতুন নোট ছাপা হচ্ছে।

এদিন অনুষ্ঠানে গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এই সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর চাপ সৃষ্টি হওয়ায় পাচারকৃত অর্থ ফেরত পাঠাতে প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে সেই অর্থ ফ্রিজ করা হয়েছে, যা অর্থ ফেরতের প্রথম ধাপ।”

ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম প্রসঙ্গে গভর্নর জানান, “স্কিমের আওতায় পিকেএসএফ অংশীদার এমএফআইগুলোকে ২৪০ কোটি টাকার রিজার্ভ তহবিল ভিত্তিক ব্যাংক ঋণ গ্যারান্টি দেবে। ঋণ গ্যারান্টির বিপরীতে এককালীন ০.৫ শতাংশ কমিশন আদায় করা হবে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ হবে।”

সরকার ও এডিবির সহায়তায় চালু হওয়া এই পাইলট প্রোগ্রামে পাঁচটি বেসরকারি ব্যাংক ও একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে বলেও জানান গভর্নর।

এ ছাড়া ব্যাংকগুলোর উদ্দেশে তিনি বলেন, “আর্থিক স্বাক্ষরতা বাড়াতে প্রতিটি স্কুলের সঙ্গে কাজ করতে হবে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০% উন্নয়ন বরাদ্দসহ ১২ দফা দাবি ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ উন্নয়ন বরাদ্দসহ কৃষকের স্বার্থে ১২ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস

বাজারে ডলারের দাম ঊর্ধ্বমুখী, ব্যাংকে সর্বোচ্চ ১২২.৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক: বাজারচালিত নীতির আওতায় ডলারের দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার পর কয়েকদিন স্থিতিশীল থাকলেও এখন আবার ঊর্ধ্বমুখী হয়েছে এর দাম। মঙ্গলবার বিভিন্ন ব্যাংকে ডলারের সর্বোচ্চ

বিদেশে থাকা অর্থ ফিরিয়ে আনতে চার-পাঁচ বছর লাগবে: গভর্নর আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার রোধ ও পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে

আওয়ামী লীগের ঘনিষ্ঠ ১০ ব্যবসায়ী গ্রুপের ইউএইতে জালিয়াতি ও পাচারের তদন্ত, বিপুল সম্পদ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, তার পরিবার এবং ঘনিষ্ঠ ১০টি ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ছয়টি

Scroll to Top