১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ঈদুল আযহায় পারাপার নির্বিঘ্ন করতে সমন্বয় সভা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি 

পবিত্র ঈদুল আযহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান পারাপার নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমন্বয় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, বিআইডব্লিটিসির ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

সমন্বয় সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদ যাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে এ নৌরুটে ১৭ টি ফেরি ও ৩৩ টি লঞ্চ চলাচল করবে।

ঘাটে অগ্রাধিকার পাবে কোরবানির পশুবাহি যানবাহন। আর ঘাটে চুরি ছিনতাই সহ অপরাধ দমনে মোতায়েন থাকবে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। সেই সাথে ঘাটে কাজ করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top