২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি

উপদেষ্টা পরিষদের বৈঠক: দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের হুঁশিয়ারি

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে আজ শনিবার রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এক অনির্ধারিত বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব — নির্বাচন, সংস্কার ও বিচার — বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা পরিষদ জানায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সময় অযৌক্তিক দাবি, এখতিয়ার বহির্ভূত বক্তব্য ও কর্মসূচির মাধ্যমে কাজের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করার অপচেষ্টা চলছে। এতে জনমনে বিভ্রান্তি ও সন্দেহ সৃষ্টির বিষয়টিও উঠে আসে আলোচনায়।

দেশের স্থিতিশীলতা ও স্বাভাবিক রাজনৈতিক ধারাবাহিকতা বজায় রাখতে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তার কথা জানিয়ে উপদেষ্টা পরিষদ জানায়, নির্বাচন, বিচার ও সংস্কারের কাজ এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর মতামত শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

বৈঠক শেষে উপদেষ্টা পরিষদ হুঁশিয়ারি দিয়ে জানায়, শত বাধা সত্ত্বেও সরকার অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পরাজিত গোষ্ঠীর ইন্ধনে বা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করা হলে, সরকার বিষয়টি জনসমক্ষে তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বৈঠকে আরও জানানো হয়, জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। তবে সরকারের স্বকীয়তা, সংস্কার, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও কার্যক্রমকে যারা বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, দায়িত্ব পালন করে যাব: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “আমরা আমাদের কাজ শেষ

বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস দেখা যাচ্ছে: এনসিপির আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এক-এগারোর আভাস

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে এখনও কোনো আলোচনা হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক: গত দুদিন ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন চললেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে

চট্টগ্রামের পতেঙ্গায় প্রকাশ্যে গুলিবর্ষণ, শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের ব্যস্ততম পশ্চিম পয়েন্টে শত শত দর্শনার্থীর সামনে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত আলী আকবর ওরফে

Scroll to Top