২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, গুজব ছড়াবেন না: সেনা সদর

নিজস্ব প্রতিনিধি:
সরকারের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো বিরোধ বা মুখোমুখি অবস্থান নেই বলে স্পষ্ট জানিয়েছে সেনা সদর। তারা জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার এবং সেনাবাহিনী ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করছে।

শুক্রবার সেনা সদর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে’—এই ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার এবং দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা।

সেনা সদর আরো জানায়, বন্দর, করিডর ও সীমান্তসংক্রান্ত জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান আপসহীন। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ডে সেনাবাহিনী কখনোই জড়িত হবে না।

এছাড়া কেউ যদি কোনো ‘মব’ তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সেনাবাহিনী তা কঠোরভাবে প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ঘোষিত যে কোনো পদক্ষেপে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

সেনা সদর জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলকে আহ্বান জানায় এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top