৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিবেটিং সোসাইটির জেনারেল সেক্রেটারির ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. মেহেদী হাসানের ওপর বর্বর হামলার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর।

ভাস্কর্য চত্বর থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিলটি। এরপর ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয় মিছিলটি।

শিক্ষার্থীরা এ সময় প্রতিবাদী স্লোগান দিতে থাকেন ‘মেহেদীর ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘জুলাইয়ের সৈনিক এক হও, এক হও’, ‘২৪-এর যোদ্ধারা, লড়াই করো, প্রতিরোধ গড়ো’।

মিছিল-পরবর্তী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন বিদায় নিলেও তার অনুগত শক্তিগুলো এখনো সক্রিয় রয়েছে। মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা তারই প্রমাণ।”

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

জবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর দেশে শান্তি ফিরবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের ভাইয়েরা এখনো আক্রান্ত হচ্ছে। যদি এই হামলার বিচার না হয়, তবে ছাত্র জনতা রুখে দাঁড়াবে।”

ডিবেটিং সোসাইটির সভাপতি মঈন আল মুবাশ্বির বলেন, “ফ্যাসিবাদের দোসররা আমাদের ভয় দেখাতে চায়। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, কোনো হুমকিই আমাদের থামাতে পারবে না।”

মানববন্ধনে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “মেহেদীর আহত ও রক্তাক্ত অবস্থায় ছবি দেখে আমি হতবাক হয়েছি। সে একজন শান্ত স্বভাবের শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের অগ্রসৈনিক। শিক্ষক সমিতির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top