২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

নেতৃত্বহীন হলে এনসিপিকে ভোট না দেওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক:
যোগ্য নেতৃত্ব না থাকলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের চকবাজার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনারা যোগ্য নেতৃত্বকে ভোট দেবেন। যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। মার্কা দেখে ভোট দেওয়ারও দরকার নেই—যে সবার সেবা করবে, তাকেই ভোট দিন।”

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেন, “নিজেরা যদি দুর্নীতি না করি, তাহলে আমাদের নেতা কখনো দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো ভোট বিক্রি করে দিলে পাঁচ বছর অত্যাচার সহ্য করতে হবে, মুখ ফুটে কিছু বলা যাবে না।”

পরিবার থেকেই দুর্নীতিবিরোধী সচেতনতা শুরু হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, “আমাদের বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা, সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। বাবা যদি ৪০ হাজার টাকা বেতন পান, অথচ ২৫ হাজার টাকা বাসাভাড়া দেন আর দেড় লাখ টাকার আইফোন কিনে দেন—তাহলে প্রশ্ন তুলতে হবে। এই প্রশ্ন করতে না পারলে আমাদের শিক্ষা এখনো যথাযথ হয়নি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top