৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিজ্ঞপ্তি প্রকাশ: নজরুল বিশ্ববিদ্যালয়ে ঈদ অবকাশ ২৬ জুন অবধি

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

এবার মোট ২৬ দিনের ছুটি কাটাতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে আগামী ১লা জুন ২০২৫ থেকে ২৬ জুন ২০২৫ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা হয়েছে।এই সময়ে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস।

বুধবার (২৮ মার্চ) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কে. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপাচার্যের অনুমোদনক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “ছুটির পরে কর্মদিবসে প্রত্যেক বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।”

তবে এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম পুরো সময় বন্ধ থাকছে না বলেও জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস ১ জুন থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ, ছুটি শেষে ২০ জুন থেকে অফিসিয়াল কার্যক্রম পুনরায় চালু হবে।

এমতবস্থায় ছুটিকালীন সময়ে জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও। ক্যাম্পাসে যথারীতি দায়িত্ব পালন করবেন জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা। এছাড়া, বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, মোট ২৬ দিনের এই ছুটি বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী পূর্বনির্ধারিত। প্রতিবারের মতো এইবারও ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জুন মাসে একটি দীর্ঘ অবকাশ ঘোষণা করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top