২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইশরাককে মেয়র ঘোষণা সংক্রান্ত রায় ও গেজেট স্থগিত চেয়ে লিভ টু আপিলের শুনানি বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণার রায় ও নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার (২৯ মে) দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এ সময় আদালত নির্বাচন কমিশনের বক্তব্যও শুনবেন বলে জানান।

আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার একেএম আহসানুর রহমান।

এর আগে মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ বিষয়ে শুনানির জন্য লিভ টু আপিলটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং ২ ফেব্রুয়ারি ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি। এরপর তাপস শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন।

তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে একই বছরের ৩ মার্চ আদালতে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

এর মধ্যে গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট মেয়রসহ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে অপসারণ করা হয়।

এ বছর ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাকের মামলার রায়ে তাকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

হাইকোর্টে রায়ের বিরুদ্ধে করা রিট খারিজ হয়ে যাওয়ার পর গত ২৫ মে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে লিভ টু আপিল করা হয়, যার শুনানি হতে যাচ্ছে ২৯ মে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top