তনিয়া আক্তার, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে চলছে গাছের চারা লাগানোর এসাইনমেন্ট।
বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থীদের দেয়া হয়েছে এ ব্যতিক্রমধর্মী এসাইনমেন্ট—বৃক্ষরোপণ। আজ বুধবার (২৮মে) ছিল এসাইনমেন্টের শেষদিন। ২৭ মে ও ২৮ মে এই দুইদিন শিক্ষার্থীদেরকে এসাইনমেন্ট হিসেবে চারাগাছ রূপন করতে বলা হয়।
ক্লাসের চার দেয়ালের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা এবার নেমেছে প্রকৃতির পাঠশালায়। প্রথাগত বই-খাতার বদলে হাতে তুলে নিয়েছে গাছের চারা। ব্যতিক্রমী এ উদ্যোগের পেছনে রয়েছেন বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো. তারিফুল ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারিফুল ইসলাম বলেন, শুধু গাছ লাগালে চলবে না, গাছ হতে হবে পরিবেশবান্ধব ও পুষ্টিগুণ সম্পন্ন। তাই ফলদ গাছের পাশাপাশি কিছু ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ লাগাতে বলা হয়েছে।তিনি সশরীরে উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন।
অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে শিক্ষার্থীরা গাছ রোপণ করেছে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা,বিজ্ঞান ও প্রকৌশল ভবনের প্রাঙ্গণে। স্থান নির্বাচনের ক্ষেত্রেও ছিল বিশেষ বিবেচনা।
নবনির্মিত ভবণের আশপাশ যেন বৃক্ষহীন বিরান ভূমি। আর এ ভূমি সবুজায়নের দায়িত্ব নিয়েছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা।
এ বিষয়ে দর্শন বিভাগের চেয়ারম্যান মো.তারিফুল ইসলাম বলেন, আমরা চেয়েছি শিক্ষার্থীরা যাতে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করে। গাছ লাগানো শুধু আনুষ্ঠানিকতা না হয়ে যেন হয়ে ওঠে একটা অভিজ্ঞতা, একটা দায়িত্ব। রক্ষণাবেক্ষণেও তারা যাতে মনোযোগ দেয়, সে দিকেই জোর দিয়েছি।