৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বীজের মানোন্নয়নে বিএডিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হলো বাকৃবিতে

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের কনফারেন্স হলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর কর্মকর্তাদের নিয়ে পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

‘সিড কোয়ালিটি অ্যান্ড সিড হেলথ’ শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বিএডিসি ও বাকৃবির যৌথ অর্থায়নে। এতে অংশ নিয়েছেন বিএডিসির ২০ জন কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটে সেন্টারের কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান।

তিনি বলেন, “আপনারা ভালো জাতের বীজ নিয়ে কাজ করছেন, তবে বীজের স্বাস্থ্য নিয়েও আরও কাজ করার সুযোগ রয়েছে। স্বাস্থ্য বাদ দিয়ে কেবল গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়।”

তিনি আরো বলেন, বর্তমানে বেসরকারি খাতে বীজের স্বাস্থ্য বিষয়ে নানা কার্যক্রম চলছে। বিএডিসি কর্মকর্তাদেরও এ বিষয়ে আরও সচেতন হওয়া দরকার বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, অধ্যাপক ড. এ.কে.এম. গোলাম দস্তগীর এবং বিএডিসির রিসার্চ সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো. নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ শাহাজাহান মঞ্জিলসহ আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আইয়ুব আলী। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. পূর্ণিমা দে।

স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top