২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

বর্তমানে একদল জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে” — জুয়েল

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

“বর্তমানে একদল জান্নাতের টিকিট বিক্রি শুরু করেছে”— এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

১ জুন (রবিবার) মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, “আজ এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন ধর্মের নামে রাজনৈতিক ফায়দা লুটতে একটি বিশেষ দল নানাভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তারা কথিত জান্নাতের টিকিট বিলি করে বেড়াচ্ছে— অথচ স্বাধীনতা যুদ্ধের সময় এই দল ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী। সেই সময় তাদের দ্বারা বহু মা-বোন নির্যাতনের শিকার হয়েছিলেন।”

তিনি আরও বলেন, “ধর্মের অপব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার দিন শেষ। দেশের জনগণ এখন সচেতন— তারা বুঝে ফেলেছে কে প্রকৃত দেশপ্রেমিক, আর কে ধর্মের মুখোশ পরে রাজনৈতিক ব্যবসা করে। এই দল হঠাৎ করে নিজেদের ‘বিপ্লবী’ রূপে উপস্থাপন করতে চায়, কিন্তু তাদের অতীত ইতিহাস আজও জাতির কাছে প্রশ্নবিদ্ধ। যারা কোরআন-হাদীসের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে— তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা কুরআনে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।”

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top