২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

যারা ২০ টাকার নতুন নোটে মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি ব্যবহার করেছে,তাদের বিচার করতে হবে: মাওলানা আবদুর রব ইউসুফী

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:

যারা ২০ টাকার নতুন নোটে ৬০ গম্বুজ মসজিদের ছবি পরিবর্তন করে কান্তজিউ মন্দির ও বৌদ্ধ বিহারের ছবি সম্বলিত টাকা ছাপিয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গতকাল রোববার (১ জুন ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের মাঝে ঘাপটি মেরে থাকা পতিত আওয়ামীলীগ সরকারের দোসররা দেশকে আরো অস্থিতিশীল ও সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার পায়তারা করছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। এর‌ই ধারাবাহিকতায় এই জঘন্যতম ও নিকৃষ্টতম কাজটি করেছে পতিত সরকারের দোসররা। নিঃসন্দেহে তারা ৯২% মুসলমানের দেশে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ এই গর্হিত কাজের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মাওলানা ইউসুফী পত্রিকায় প্রকাশিত নতুন ২০ টাকা নোটের ডিজাইন পরিবর্তন করে মসজিদের ছবি সম্বলিত নোট বাজারে পুনরায় ছাড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top