৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সল্লাবাইদে ঈদ-পরবর্তী শহীদ তাহমিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: তিন দিনব্যাপী ক্রীড়া উৎসব

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

ঈদুল আজহার উৎসব শেষে সল্লাবাইদ ও রুদ্রদী এলাকার ক্রীড়ামোদী জনতার জন্য আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া অনুষ্ঠান—“শহীদ তাহমিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। তিন দিনব্যাপী এই টুর্নামেন্টটি শুরু হবে ৮ জুন ২০২৫, ঈদের দ্বিতীয় দিন থেকে।

স্থানীয় সল্লাবাইদ রুদ্রদী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে সুল্লাবাইদ রুদ্রদী শ্যামল মাঠে, প্রতিদিন বিকেল ৪টা থেকে।

টুর্নামেন্টের সময়সূচি:

৮ জুন ২০২৫ (ঈদের ২য় দিন):
বিবাহিত বনাম অবিবাহিত

৯ জুন ২০২৫ (ঈদের ৩য় দিন):
ছোট দল বনাম বড় দল

১০ জুন ২০২৫ (ঈদের ৪র্থ দিন):
সল্লাবাইদ বনাম রুদ্রদী

এই আয়োজনের মাধ্যমে এলাকার বিভিন্ন বয়স ও পেশার মানুষ একত্রিত হয়ে খেলাধুলার মধ্য দিয়ে ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা। একই সঙ্গে এটি শহীদ তাহমিদের স্মৃতিকে বুকে ধারণ করে একতা ও মানবিক বন্ধনের বার্তা ছড়িয়ে দেবে বলে জানিয়েছেন তারা।

আয়োজক সংগঠনের বক্তব্য:

সল্লাবাইদ রুদ্রদী সমাজ কল্যাণ পরিষদের এক মুখপাত্র বলেন, “আমাদের তরুণ শহীদ তাহমিদকে স্মরণ করতেই এই টুর্নামেন্টের আয়োজন। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মাধ্যম। আমরা চাই, নতুন প্রজন্ম এ ধারা ধরে রাখুক।”

দর্শনার্থীদের জন্য বার্তা:

প্রতিটি ম্যাচ স্থানীয় দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। খেলা শেষে থাকবে বিশেষ পুরস্কার ও সাংস্কৃতিক পরিবেশনা

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top