৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনোহরদীতে কাছিটান প্রতিযোগিতার ফাইনালে যথাক্রমে দেয়া হবে মহিষ ও গরু

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী পৌরসভার ৫নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে এক বিশাল ফাইনাল কাছিটান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী (১০জুন-২৫) সোমবার বিকেল ৩টায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর এলাহীর উদ্বোধনের মাধ্যমে চকমাধবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় অংশ নেবে দুইটি শক্তিশালী দল: মনোহরদী বাজার ব্যবসায়ী, মনোহরদীবাসী বনাম দেবালের টেক, যশোর ইউনিয়ন, শিবপুরবাসী। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দল পাবে একটি মহিষ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি গরু।

উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মনোহরদী উপজেলার সভাপতি মোঃ জাকির হোসেন আকন্দ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মোঃ রফিকুল ইসলাম রবি, আহসান হাবিব বিপ্লব, আমিনুর রহমান সরকার দোলন, মনিরুজ্জামান মনির অ্যাডভোকেট আব্দুল হান্নান, আব্দুল কাদের জলিল ও গোলাম মোস্তফা সহ আরও অনেকে।

সঞ্চালনায় মোঃ মাসুদুর রহমান সোহাগ ও আব্দুস সামাদ আকন্দ বকুল।

আয়োজক কমিটি জানিয়েছে, কাছিটান খেলা বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ, যা আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে। এই খেলা কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। খেলা উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top