জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে ১৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৩ জুন) রাতে মধ্যনগর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল ডিউটি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মধ্যনগর-ধর্মপাশা সড়কের গলইখালী মোড় থেকে ১৬ বোতল মদসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নাগডোরা গ্রামের মো. মোস্তাকিম মিয়া (২৮) ও দৌলতপুর গ্রামের মো. বাবু মিয়া (২১) ।
মধ্যনগর থানার ওসি মোঃ মবিনুর রহমান জানান,পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে মাদক দ্রব্য আইনে মধ্যনগর থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        