নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২১টি নমুনা পরীক্ষায় নতুন করে তিনজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শনাক্তের হার ১৪.২৯ শতাংশ।
বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত ব্যক্তি একজন পুরুষ, যিনি ৮১ থেকে ৯০ বছর বয়সী ছিলেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫০০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে।
একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও তিনজন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        