২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতার হামলার শিকার দৌলতপুরের দুই তরুণ

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

ঈদের আনন্দের কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে দৌলতপুরে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়েছেন দুই তরুণ। (৬জুন) শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে মনোহরদী উপজেলার দৌলতপুর বাজার এলাকায়।

ভুক্তভোগী জে এস জিহাদ জানান, তিনি তার এক বন্ধুকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতা আইয়ুব ও তার সহযোগীরা হঠাৎ তাদের পথরোধ করে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হঠাৎ এ হামলায় তারা হতভম্ব হয়ে পড়েন।

জিহাদ আরও জানান, আশপাশের বাজারের লোকজন ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন এবং হামলাকারীদের সরিয়ে দেন। না হলে আরও বড় বিপদ ঘটতে পারত।

তিনি বলেন, “আমি থানায় বিষয়টি জানিয়েছি। তবে এখনো মনে হচ্ছে, আমরা নিরাপদ নই। যারা হামলা করেছে, তারা যেকোনো সময় আবার কিছু করতে পারে—এই আতঙ্কে দিন কাটছে।”

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top