২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

করোনা সংক্রমণ বাড়ায় হাসপাতাল গুলোতে আবারও সীমিত পরিসরে পরীক্ষা চালু হচ্ছে

নিজস্ব প্রতিনিধি:

দেশে আবারও বাড়তে থাকা করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সীমিত পরিসরে করোনা পরীক্ষা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুরুতে শুধু যেসব হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব রয়েছে, সেগুলোতেই উপসর্গযুক্ত রোগীদের জন্য এই পরীক্ষা চালু হবে।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “যেসব হাসপাতালে আগে থেকে আরটি-পিসিআর ল্যাব স্থাপন আছে, সেগুলোতে করোনা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রাথমিক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে এই পরীক্ষা শুরু হবে। শুধুমাত্র উপসর্গ থাকা রোগীদের ক্ষেত্রেই করোনা পরীক্ষার সুযোগ থাকবে বলে জানান তিনি।

অধ্যাপক হালিমুর রশীদ আরও বলেন, “আমরা স্থানীয় কোম্পানিগুলোর মাধ্যমে পরীক্ষার কিট সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছি। একইসঙ্গে বিদেশ থেকেও কিট আমদানির জন্য সিএমএসডিকে (সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো) নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষা চালু করা যাবে।”

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা পরিস্থিতির অবনতি হলে পরীক্ষার আওতা আরও বাড়ানো হবে। তবে শুরুতে কেবল উপসর্গযুক্ত ব্যক্তিদের মধ্যেই পরীক্ষা সীমাবদ্ধ থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top