৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকাসহ ৪৯ জেলার ওপর তাপপ্রবাহ, কিছু এলাকায় স্বস্তির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকা এবং দেশের ৪৯ জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের ছয়টি বিভাগ এবং দুটি জেলার ওপর দিয়ে এই গরম বাতাস প্রবাহিত হচ্ছে।

বুধবার (১১ জুন) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, নীলফামারী জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর বিভাগের বাকি অংশ, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। তবে কিছু এলাকায় এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায়, যেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ৩৬–৩৮ ডিগ্রি তাপমাত্রাকে মৃদু, ৩৮–৪০ ডিগ্রিকে মাঝারি, ৪০–৪২ ডিগ্রিকে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top