২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

সিংঘরিয়ায় বিশেষ অভিযানে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সিংঘরিয়া (চরপাড়া) এলাকায় আজ সকালে পুলিশের একটি বিশেষ অভিযানে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সকাল ০৯:০০ ঘটিকায় তাঁকে নিজ বাড়ি এলাকা থেকে আটক করা হয়। মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে খোকসা থানায় দায়েরকৃত মামলা নং-১০, তারিখ-২৪/০৫/২০২৫ এর আওতায় The Explosive Substances Act, 1908 এর ৪/৫/৬ ধারা এবং The Special Powers Act, 1974 এর ১৫(৩)/২৫ডি ধারা অনুযায়ী অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত সিংঘরিয়া (চরপাড়া) গ্রামের বাসিন্দা এবং মৃত তেছেম আলী খানের পুত্র।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top