১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে পর্যটকদের স্রোতে ভেসে যাওয়ার ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ এখনও ১ জন

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার তৈনখাল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঝর্ণা স্মৃতি (স্বর্ণা নামে পরিচিত)। শুক্রবার (১৪ জুন) সকালে তৈনখালের ঘাট এলাকায় ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুন (বুধবার) আলীকদম উপজেলার দুর্গম ক্রিসতং পাহাড় ভ্রমণের পথে খরস্রোতা তৈনখাল পার হওয়ার সময় তিনজন পর্যটক পানির স্রোতে ভেসে নিখোঁজ হন। এর দুদিন পর শুক্রবার সকালে উদ্ধার করা হয় ঝর্ণা স্মৃতির মরদেহ।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) মাতামুহুরি নদী থেকে আরেক নিখোঁজ পর্যটক জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও নিখোঁজ রয়েছেন ওই দলের কো-হোস্ট হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইফুল ইসলাম রিমন।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, “ক্রিসতং পাহাড়ে যাওয়ার সময় তৈনখাল পার হতে গিয়ে তিনজন স্রোতে ভেসে যান। ইতোমধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের সন্ধানে অভিযান চলছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ট্যুর এক্সপার্ট গ্রুপ’ নামে একটি ভ্রমণ দলের নেতৃত্বে বর্ষা ইসলামসহ ৩৩ জন পর্যটক গত বুধবার আলীকদম ভ্রমণে আসেন। তাদের উদ্দেশ্য ছিল আলীকদমের ক্রিসতং এবং থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া জয় করা। দলটি দুইভাগে বিভক্ত ছিল—একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন। হাসান ছিলেন দলের কো-হোস্ট এবং স্থানীয় গাইড হিসেবে দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও উদ্ধারকারী দল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top