২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিখোঁজ নাট্যশিল্পী সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর, সুস্থ রয়েছেন বলে জানাল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি:

জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে ময়মনসিংহের পাগলা থানার মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। শুক্রবার (১৪ জুন) ভোররাতে খালাতো ভাই অপু চৌধুরীর কাছে তাকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোর ৩টার দিকে অভিনয়শিল্পী সংঘের কয়েকজন প্রতিনিধির উপস্থিতিতে সমু চৌধুরীকে তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।”

এর আগে বুধবার রাতে ঢাকায় একটি মোটরসাইকেলে চড়ে গফরগাঁওয়ের পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের শাহ্ মিসকিন মাজারে যান সমু চৌধুরী। পরদিন বৃহস্পতিবার দুপুরে মাজারের পাশে একটি বিশাল বটগাছের নিচে গামছা পেঁচানো অবস্থায় খালি গায়ে মাদুরে শুয়ে থাকতে দেখা যায় তাকে। পাশে ছিল একটি পানির বোতল ও একটি পুতুল। তার এমন অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিনয়শিল্পী মামুন প্রথমে তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে জানান, “সমুদাকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তার মানসিক ও শারীরিক অবস্থা অনুযায়ী দ্রুত ঢাকায় নেওয়ার উদ্যোগ চলছে, যা অভিনয়শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে হচ্ছে।”

তবে তিনি কীভাবে মাজারে পৌঁছালেন, কেন সেখানে অবস্থান করছিলেন এবং কেন পোশাক পরা ছিল না—এসব নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

মাজারের এক নারী ভক্ত জানান, “বুধবার রাতে কয়েকজনের সঙ্গে তিনি মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি থেকে যান এবং পরে মাটিতে শুয়ে পড়েন।”

ঘটনাস্থলে উপস্থিত লোকজন উদ্বেগ প্রকাশ করে তার মানসিক অবস্থার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুন বলেন, “তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top