নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
শুক্রবার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎটি হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। তারেক রহমান বৈঠকে রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব তুলে ধরেন এবং জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন হলে তা সর্বোত্তম হবে।
জবাবে ড. ইউনূস বলেন, তিনি ইতোমধ্যেই আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। যদি সব প্রস্তুতি সম্পন্ন হয়, তবে রমজান শুরুর আগেও নির্বাচন সম্ভব। তবে এর আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং আন্তরিক ধন্যবাদ জানান। একইভাবে, ড. ইউনূসও ফলপ্রসূ আলোচনার জন্য তাকে কৃতজ্ঞতা জানান।
বৈঠকটি নির্বাচন, বিচার এবং সংস্কার—এই তিন গুরুত্বপূর্ণ বিষয়ে একটি বাস্তবধর্মী ও ইতিবাচক ধাপ হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        