১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

টিকিট মাত্র ১০০টাকা, তবু ‘তাণ্ডব’ দেখছেন না সিরাজগঞ্জবাসী

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

মুক্তির প্রথম দিন সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন ভাড়া নেন আয়োজকেরা। উদ্দেশ্য এলাকার মানুষকে শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ দেখানো। টিকিট মাত্র ১০০ টাকা। তবু এই মৌসুমী হলে ছবি দেখতে আসেননি দর্শক।

গত (১১ জুন) বুধবার বিকেল সাড়ে ৪টায় পৌর ভাসানী মিলনায়তনে সরেজমিনে দেখা যায় ‘তাণ্ডব’ ছবির প্রদর্শনী চলছে। কিন্তু তেমন দর্শক নেই। টিকিট কাউন্টারে দায়িত্বরত আব্দুল মতিন জানান, প্রতিদিন সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৯টায় শো চালানো হচ্ছে। টিকিটের দাম ১০০ টাকা, তবু আসছে না দর্শক। প্রতি শোয়ে ৪শ আসন থাকলেও গড়ে ৩০ থেকে ৩৫ জন দর্শক দেখছেন সিনেমাটি। ওই দিন সাড়ে ৩টায় কতজন দর্শক ছিলেন? জানতে চাইলে আব্দুল মতিন বলেন, ‘২০-২৫ জন। এভাবে চললে মিলনায়তনের ভাড়াও উঠবে না।’

কেন আসছেন না দর্শক? ভাসানী মিলনায়তনে ‘তান্ডব’ দেখতে আসা কলেজ পড়ুয়া মাসুদ রানা বলেন, ‘শহরে কোন হল নেই। এ কারণে সিনেমা দেখাও হয় না। আজ “তাণ্ডব” দেখতে এসেছিলাম। ভালো লাগলো। কিন্তু প্রচণ্ড গরমের কারণে শো শেষ হওয়ার আগেই বের হয়ে আসতে হয়েছে।

কথা হয় আয়োজকদের সঙ্গেও। মিলনায়তন ভাড়া নিয়ে সিনেমা চালানো নৃত্য পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আমি সিরাজগঞ্জ শহরের সন্তান। বাংলা সিনেমার ঐতিহ্য ধরে রাখতে মিলনায়তন ভাড়া নিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া “তাণ্ডব” প্রদর্শনীর ব্যবস্থা করেছিলাম। কিন্তু প্রচন্ড গরমের কারণে সিনেমাপ্রেমীদের তেমন সাড়া পাচ্ছি না। আজ সকালের (১১ জুন) শোয়ে মাত্র ১৮ জন দর্শক হয়েছিল।’ আশানুরূপ দর্শক না পাওয়ায় আজ থেকে প্রদর্শনী বন্ধ করে দেবে বলে জানান তিনি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু সিনেমার সঙ্গে মুক্তি পায় শাকিব খান অভিনীত ছবি ‘তাণ্ডব’। ছবিটিতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top