মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:
শেখ হাসিনার মামলা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৭টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা ও হাইকোর্টের সামনের রাস্তা থেকে আরও ৬টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকাল ৭টার দিকে হাইকোর্ট গেটের বাইরে একটি ককটেল বিস্ফোরিত হয়।
অপরদিকে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের (আইন ভবন) পাশের একটি গাছের নিচে অবিস্ফোরিত ৬টি ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। পরে ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। পরবর্তীতে ককটেল নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সকাল সাড়ে সকাল ৯টার দিলে ককটেল গুলো নিয়ে যায় তারা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ককটেলগুলো বোম্ব ডিসপোজাল ইউনিট উদ্ধার করেছে। সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        