মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি:
আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংস্কারের কাজ এগিয়ে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সরকারপ্রধান এ নির্দেশ দেন।
লন্ডনে গত শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়েও কমিশনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংস্কারে বিএনপির সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে জানিয়ে তিনি অনানুষ্ঠানিক আলোচনায় বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের চিন্তা, কথার কথা না। সংস্কার ও বিচারের অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’ সংস্কারের সুপারিশে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কীভাবে হবে– এ বিষয়েও আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত তিনটি বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান। বহুল আলোচিত জুলাই সনদ, প্রবাসীদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ ফের শুরু হচ্ছে। কমিশনের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে দিকনির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
 
								 
								 
								 
                                 
                                 
                                 
                                 
                                 
															 
                         
                         
                         
                         
                         
                         
                        