২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সর্বদলীয় ঐক্য ফোরাম গঠিত, রাষ্ট্র সংস্কারসহ ৪ দফা দাবি

ডেক্স রিপোর্ট:

দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দাবিতে ‘সর্বদলীয় ঐক্য ফোরাম’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজসেবী, সংগঠক ও ওলামা-মাশায়েখগণ এই ফোরামে একত্রিত হয়েছেন।

বুধবার (১৮ জুন ২০২৫) বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত সিলেট নগরীর মদীনা মার্কেট সংলগ্ন একটি আবাসিক ভবনে অনুষ্ঠিত এই ফোরামের প্রথম নীতিনির্ধারণী সভায় সভাপতিত্ব করেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ।

সভায় দেশের সাম্প্রতিক অবস্থা বিশ্লেষণ করে চার দফা দাবি উত্থাপন করা হয় এবং দাবিগুলো বাস্তবায়নে গণসংযোগ ও মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

চার দফা দাবি-

১. জুলাই ঘোষণা, রাষ্ট্রীয় সংস্কার ও গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা।
২. নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনা বাতিল ও সরকারের পক্ষ থেকে তা অগ্রহণযোগ্য বলে সুস্পষ্ট ঘোষণা।
৩. নির্বাচনে নারী-পুরুষের সমান সুযোগ থাকা সত্ত্বেও সংরক্ষিত ১০০ নারী আসন বাতিল।
৪. ক্বাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা।

উপস্থিত নেতৃবৃন্দ-

সভায় আরও উপস্থিত ছিলেন শায়খুল হাদীস অধ্যক্ষ শায়খ নাসিরউদ্দিন, তাফসীরকারক ও প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ (অব.) মাওলানা আব্দুল হাই জেহাদী, অধ্যক্ষ (অব.) মুফতি ফয়জুল হক জালালাবাদী, হাফিজ মাওলানা আনোয়ারুল হক, শায়খ আব্দুর রহমান, অধ্যক্ষ মাওলানা তাহুরুল ইসলাম, শায়খুল হাদীস অধ্যক্ষ মাওলানা তাহুরুল হক জকিগঞ্জী, মাওলানা আসলাম হোসাইন রাহমানী, হাফেজ মাওলানা নওফল আহমদ, এম খায়রুল ইসলাম, হাফিজ মইনুল ইসলাম আশরাফী, মাওলানা হোসাইন আহমদ ও হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ প্রমুখ।

সভায় দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং জাতীয় সংকট সমাধানে সর্বস্তরের মানুষের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top