নিজস্ব প্রতিনিধি:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২২ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র।
তবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেছেন, “ডিবির কোনো টিম তাকে গ্রেফতার করেনি।”
এর আগে একই মামলায় সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকেও গ্রেফতার করা হয়। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ভোট গ্রহণ চলাকালে পরিসংখ্যান ঘিরে অসঙ্গতি দেখা দেয়। দুপুর ৩টা পর্যন্ত ভোটার উপস্থিতি ২৭.১৫ শতাংশ বলা হলেও, মাত্র এক ঘণ্টা পরেই তা বেড়ে ৪০ শতাংশ বলা হয়। প্রথমে ২৮ শতাংশ বললেও, পরে সেটি সংশোধন করে ৪০ শতাংশ দাবি করেন হাবিবুল আউয়াল।
এই বিতর্কিত নির্বাচনের প্রতিবাদে বিএনপি আদালতে মামলা করে, যেখানে হাবিবুল আউয়ালের পাশাপাশি সাবেক সিইসি নুরুল হুদা ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয়।
হাসিনার সরকার পতনের পর হাবিবুল আউয়াল আত্মগোপনে চলে যান। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে আলোচিত এই গ্রেফতার নতুন অধ্যায়ের সূচনা করেছে।