১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে, প্রথমে চালু হচ্ছে সিটি ব্যাংকে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগলের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। আজ মঙ্গলবার (২৪ জুন) এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ সেবার উদ্বোধন করবেন।

গুগল পে সেবা বাস্তবায়নে গুগলের সঙ্গে অংশীদার হয়েছে সিটি ব্যাংক, মাস্টারকার্ড এবং ভিসা। এই উদ্যোগের মাধ্যমে সিটি ব্যাংক বাংলাদেশে গুগল পের সঙ্গে যুক্ত হওয়া প্রথম ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করছে।

প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটের মাধ্যমে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সেবাটি আরও বিস্তৃত হবে।

এই সেবা ব্যবহারে গ্রাহকরা দেশের ভেতরে ও আন্তর্জাতিকভাবে যেকোনো পয়েন্ট অব সেল (POS) টার্মিনালে তাদের অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরাপদ, দ্রুত এবং সহজ লেনদেন করতে পারবেন। ফলে আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন থাকবে না।

গুগল পে ব্যবহারের জন্য প্রয়োজন হবে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও গুগল পে অ্যাপ। অ্যাপে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করলেই গ্রাহক যে কোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই বিল পরিশোধ করতে পারবেন।

গুগল পে লেনদেনের জন্য কোনো চার্জ নেয় না এবং কার্ডের আসল তথ্যের বদলে নিরাপদ টোকেন ব্যবহার করে গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top