নিজস্ব প্রতিনিধি:
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন বাংলা প্রথম পত্র পরীক্ষায়। চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে প্রায় ১০ লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী, মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজারেরও বেশি। এসব পরীক্ষা নেওয়া হচ্ছে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রশ্নফাঁসের গুজব ঠেকানো ও নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে ২৪ জুন একটি সরকারি নির্দেশনাও জারি করা হয়েছে।
শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও জারি করা হয়েছে:
-
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে
-
ওএমআর শিটে সঠিকভাবে তথ্য পূরণ ও বৃত্ত ভরাট করতে হবে
-
উত্তরপত্র ভাঁজ করা যাবে না
-
শুধুমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
-
এমসিকিউ ও সৃজনশীল অংশের মাঝে কোনো বিরতি থাকবে না
-
কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে
পরীক্ষা কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।