২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে খোকসা ছাত্রদল

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ

আজ বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ খ্রিঃ, খোকসা সরকারি কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে খোকসা উপজেলা ও পৌর ছাত্রদল।

পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়— একটি করে স্কেল, পানীয় এবং প্রয়োজনীয় পরীক্ষাসামগ্রী, যাতে তারা মানসিকভাবে চাঙ্গা হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন— কুষ্টিয়া জেলা ছাত্রদল এর, আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদল, সদস্য সচিব, আরিফুল ইসলাম রিয়াজ, খোকসা উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ আব্দুল আলিম টনি, খোকসা পৌর ছাত্রদল তানজিদ ইসমাইল আদিত্য ও ছাত্রনেতা মোঃ রাব্বি হোসেন তানজিম, মোঃ রাকিবুল হাসান উৎসব, হাবিবুর রহমান ও নিশান সহ অনেকই

খোকসা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন— “ছাত্রদল সবসময় ছাত্রসমাজের কল্যাণে, মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে আসছে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে।”

শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে জানান— এই ছোট্ট সহযোগিতায় আমরা অনুপ্রাণিত হয়েছি, ছাত্রদলের এই মানবিক ভূমিকা আমাদের পাশে থাকার বার্তা দেয়। এই আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে যেমন উৎসাহ ছড়িয়েছে, তেমনি জনমনে ছাত্রদলের প্রতি ইতিবাচক ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top