মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বাজার – বন্দর সার্বজনীন হরি ও দূর্গা মন্দির থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা ও মহোৎসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২৭ জুন সকালে ১১ টায় ধামুরা সার্বজনীন হরি ও দুর্গা মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু করে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর ধামুরা ঘোষ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়।
বরিশাল জেলা হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ন আহবায়ক পলাশ কুণ্ড এর পরিচালনায় ও পৃষ্ঠপোষকতায় রথযাত্রায় উপস্থিত ছিলেন রাধেশ্যাম কুন্ড, রুনু বণিক, গোপাল ঘোষ, গোপাল সেন, অশোক সাহা সহ হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। রথযাত্রার শেষে ভক্ত ও পূজারীদেরকে প্রসাদ বিতরণ করা হয়।