শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা সদর উপজেলার ওলামা বিভাগের উদ্যেগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ শে জুন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত অফিসে সমাবেশ অনুষ্ঠিত হয় ওলামা বিভাগের সভাপতি ও সদর জামায়াতের সহকারী সেক্রেটারির মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে বিকাল ৫টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, ড. রুহুল আমিন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা রমজান আলী প্রমুখ।