১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মনোহরদী পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূরের নাম ঘোষণা করলো জামায়াতে ইসলামী

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা মনোহরদী পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত পৌর কর্মী সম্মেলনে মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোঃ আসাদুজ্জামান নূরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ।

ঘোষণাকালে মাওলানা সানাউল্লাহ বলেন, “মনোহরদী পৌরসভাকে একটি আদর্শ ও জনমুখী পৌরসভা হিসেবে গড়ে তুলতেই আমরা একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ এবং জনভিত্তিসম্পন্ন প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূরকে মনোনয়ন দিয়েছি।”

মোঃ আসাদুজ্জামান নূর বর্তমানে মনোহরদী প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী পৌর শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন অভিজ্ঞ সাংবাদিক ও সাংগঠনিক নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ইসলামপন্থী রাজনীতির ধারক ও বাহক হিসেবে ভূমিকা রেখে আসছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামি মূল্যবোধ, সুশাসন ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনী লড়াইয়ে পাঠানো হচ্ছে।

এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা করতালির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পৌরবাসীর উন্নয়ন, ন্যায়ভিত্তিক প্রশাসন ও ইসলামি আদর্শে পরিচালিত এক আধুনিক পৌরসভার স্বপ্নকে সামনে রেখে আসাদুজ্জামান নূর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা প্রকাশ করেছে দলটি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top