নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই মাসের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে বাংলামোটর মোড় থেকে এ পদযাত্রা শুরু হয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক।” তিনি আরও যোগ করেন, “একটি ন্যায্য ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে ইতিহাস স্মরণ এবং জনগণের সঙ্গে সংলাপ জরুরি।”
এই পদযাত্রার মূল উদ্দেশ্য সম্পর্কে আখতার হোসেন বলেন, “এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে জনগণের সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্রচেষ্টা।”
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এনসিপি নেতারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে তারা জনগণের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাবেন।