নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ছাত্র-জনতা আবার রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে তিনি এ সতর্কবার্তা দেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্ট বলছি, যারা মনে করেন আন্দোলনকারীরা ঘরে ফিরে গেছে, তারা ভুল করছেন। আমরা ৩ আগস্ট ঢাকায় আসছি এবং জুলাই সনদ আদায় করে ছাড়ব।”
তিনি শহীদ আবু সাঈদকে স্মরণ করে বলেন, “১৬ জুলাই আবু সাঈদের মৃত্যু পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। তার আত্মত্যাগ আমাদের গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা ছিল।”
এনসিপি নেতা জানান, তারা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছেন। এই পদযাত্রার মাধ্যমে সারাদেশের মানুষের সাথে সংযোগ স্থাপন করে জুলাই বিপ্লবের মূল দাবি – বিচার, সংস্কার ও নতুন সংবিধান তৈরির লক্ষ্যে কাজ করা হবে।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এনসিপি এখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নতুন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।