২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

উজিরপুরে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগসহ ছাগল লুটের অভিযোগ

মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে প্রতিপক্ষের হামলা ভাঙচুর ও ছাগলের খামারে অগ্নিসংযোগ করে ছাগল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিতপুর মডেল থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানাযায়, সোমবার ১ জুলাই রাত দুইটার দিকে সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের জহলাল বিশ্বাসের কন্যা অথরা বাড়ৈ (৩০) জানান, তিনি রাতে একা বাড়িতে ছিলেন এ সময় চাইনিজ কুড়াল দিয়ে তার ঘরের প্রধান দরজায় দুর্বৃত্তের আঘাত করে। এ সময় তিনি ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ির পিছনের ছাগলের খামারে অগ্নিসংযোগ করে ১৮ টি ছাগল লুট করে নিয়ে যায় । ওই রাতেই তার পেঁপে বাগানে প্রায় শতাধিক পেপে গাছ কেটে ফেলেছে বলে তিনি অভিযোগ করেন।ঘটনাস্থলে দুর্বৃত্তরা একটি বাটন মোবাইল ফোন ফেলে যায়। যাহার নম্বর০১৮৬২-৯২৮৯৬০ বলে তিনি অভিযোগে উল্লেখ করেন ।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top