জাকির হোসেন হাওলাদার, দুমকি ( পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার , মুরাদিয়া ইউনিয়নে ছেলের হাতে লাঞ্চিত মা। ১ নং ওয়ার্ডের ঘটনা শুক্রবার আনুমানিক আড়াইটার দিকে ভুক্তভোগী সেতারা বেগম স্বামী মৃত রহিম খান। উত্তর মুরাদিয়া ১নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী সেতারা বেগম বলেন, বিভিন্ন সময়ে আমার কাছে নেশা করার জন্য টাকা চায় টাকা দিতে না পাড়ায় আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ওয়ার্ড মেম্বার হানিফকে জানাই তিনি আশ্বাস দেন বিচারের।
স্থানীয় লোকজন বলেন শাহিন হিজড়া না হয়েও সে হিজড়া সেজে বিভিন্ন জায়গায় টাকা উত্তোলন সহ নোংরা শারীরিক অঙ্গভঙ্গি দেখিয়ে মানুষকে লজ্জায় ফেলে দেন। প্রত্যক্ষদর্শীরা বলেন যেহেতু শাহীন তার মায়ের শরীরে হাত দিয়েছে আমরা এই নিন্দনীয় ঘটনার বিচার চাই প্রশাসনের কাছে।