৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিবচরের কৃতি সন্তান ডিআইজি রেজাউল করিম মল্লিকের সফর: পিতার কবর জিয়ারত ও থানায় মতবিনিময়

রুবেল ফরাজী, নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার (২ জুলাই) সকাল ৯টায় শিবচরের কৃতি সন্তান ও ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ রেজাউল করিম মল্লিক এক গুরুত্বপূর্ণ সফরে মাদারীপুরের শিবচরে আগমন করেন। সফরের শুরুতেই তিনি পারিবারিক কবরস্থানে যান এবং তার প্রয়াত পিতার কবর জিয়ারত করেন। এসময় তিনি মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।

পরে ডিআইজি মল্লিক শিবচর থানায় উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন, নাগরিক সেবা এবং থানার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ নাঈমুল হাসান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

ডিআইজি মল্লিক শিবচরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি জানান, অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা ও ত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত এবং প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন।

ডিআইজির এ সফর শিবচরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক তৎপরতা এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় জনগণের মধ্যে এই সফর ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top