সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স করতে আসা শাহীন মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীকে ইউপি কার্যালয়ের ভেতরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া (৪২) একই উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর মির্জানগরের মেন্দেরকান্দী এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানেটারি পন্য ও পাইপের ব্যবসা করতেন।
অন্যদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবকের নাম শামীম মিয়া (৩৮)। সে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকার পূর্বপাড়ার জালু মিয়ার ছেলে। সে একজন মাদকাসক্ত যুবক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ৩টার দিকে ট্রেড লাইসেন্সের কাগজ জমা দিতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়েছিলেন শাহীন মিয়া। কার্যালয়ের ভেতরে দাঁড়িয়ে ট্রেড লাইসেন্সের কাগজ প্রস্তুত করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করে বারান্দা থেকে দা হাতে কার্যালয়ের ভেতরে আসেন শামীম। এ সময় অতর্কিত অবস্থায় কোন উস্কানী ছাড়াই শাহীনের মাথায় পরপর দুটি কোপ দিয়ে বসেন তিনি। রক্তাক্ত অবস্থায় উপস্থিত লোকজন শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের বলেন, একজন আরেকজনকে কুপিয়েছে এমন সংবাদে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘটনায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।