৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

প্রেসক্লাব নান্দাইলে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব নান্দাইলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২রা জুলাই) প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে সকাল ১১টায় র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রেসক্লাব নান্দাইল কার্যালয় থেকে বের হয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ হয়ে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় আলোচনা নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, সাংবাদিক প্রবাল মজুমদার, হাজী রফিকুল ইসলাম খোকন, স্বপন কুমার সাহা, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল হামিদ রতন, আবুল কাশেম লাভলু, আবু সায়েম, হুমায়ূন কবির ভূইয়া, আমিনুল ইসলাম বুলবুল, আল আমিন সরকার, মজিবুর রহমান ফয়সাল, শাহজাহান ফকির, ফাহমিদ আহম্মেদ, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। অত্র প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top