নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে নির্ধারিত ‘এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে। বৃহস্পতিবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
গত ২৪ জুন সরকার ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ কর্মসূচি ঘোষণা করেছিল, যেখানে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে ১৮ জুলাই এই বিশেষ কর্মসূচি রাখা হয়েছিল। তবে ফারুকী তার পোস্টে উল্লেখ করেন, “এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট সম্ভবত তেমন ভালো আইডিয়া নয় বলে আমাদের অনেকেই মনে করছিলেন।”
তিনি আরও লিখেছেন, “বড় কোনো কর্মসূচি ও দল একসঙ্গে কাজ করলে মাঝে মধ্যে এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যায়। আপনাদের মতামতের জন্য আমরা কৃতজ্ঞ।” এ বিষয়ে দ্রুত একটি অভ্যন্তরীণ সভা করে কর্মসূচিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
ফারুকী নিশ্চিত করেন যে, সংশোধিত কর্মসূচির বাইরে অন্যান্য সব আয়োজন আগের মতোই চলবে। তার বক্তব্যে উঠে আসে, “লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার” – যা থেকে বোঝা যায়, সরকার জুলাই আন্দোলনের চেতনাকে নতুন করে জাগ্রত করতে চায়।
উল্লেখ্য, গত বছর জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক পরিমণ্ডলে একটি সংযোজন হিসেবে দেখছেন।