৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা আটুলিয়া ইউনিয়ন পরিষদে জুলাই-আগস্ট শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :
২০২৪ সালে দেশব্যাপী সংগঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই ২০২৫) আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ২৪ এর শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হলে,উক্ত দোয়া পরিচালনা করেন আটুলিয়া জামাতের আমির মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোড়ল, আটুলিয়া ইউনিয়ন জামাতের আমির, মাওলানা মাহবুবুর রহমান, নওয়াবেকী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। ইউনিয়ন পরিষদ সচিব কার্তিক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য, আক্তারুজ্জামান লিটিল, মোশাররফ হোসেন,সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম রবি, আব্দুর রব খসরু, গ্রাম পুলিশ সদস্য বৃন্দ ও ছাত্রনেতা মাহফুজ ও ছাত্র-ছাত্রী ও বাজার ব্যবসায়ী বৃন্দ।

চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু বলেন, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থ্যতার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি আরও বলেন, “এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে প্রথমে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে বিশেষ করে আবু সাঈদকে হত্যার পর কোটা বিরোধী আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সকল শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যূত্থান ঘটিয়ে স্বৈরাচারি ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে তোলে। এই আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। বহু মানুষের ত্যাগের বিনিময়ে আমরা আজ যে বাংলাদেশ পেয়েছি সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়ে অনেক স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজ বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে তা যেন স্থায়ী হয় সেই বিষয়ে আপনাদের প্রতি আমার আহ্বান। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কাজের মাধ্যমে বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ এবং বিশেষ করে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top