নিজস্ব প্রতিনিধি:
ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মাত্র ২৮ বছর বয়সে এই প্রতিভাবান ফুটবলারের অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে পড়েছে গোটা ফুটবল সম্প্রদায়।
লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “ডিয়োগো জোটা ও তার ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা পরিবার, বন্ধু ও সতীর্থদের গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।” ক্লাবটি আরও জানায়, তারা এই দুঃসময়ে জোটা পরিবারকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের শোকবার্তায় বলেছে, “আমরা দুইজন চ্যাম্পিয়নকে হারালাম। ডিয়োগো জোটা শুধু মাঠেই নয়, ব্যক্তিজীবনেও সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন।” ফেডারেশন জানায়, প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকা খেলোয়াড় ছিলেন পর্তুগিজ ফুটবলের গর্ব।
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন, “ডিয়োগো জোটা ও তার ভাইয়ের মৃত্যু পর্তুগালের জন্য অপূরণীয় ক্ষতি। আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য শোকের দিন।”
এফসি পোর্তো, যেখানে ডিয়োগো জোটা এক মৌসুম ধারে খেলেছিলেন এবং যেখান থেকে তার ভাই আন্দ্রে সিলভা যুব দলে উঠে এসেছিলেন, তারা তাদের বিবৃতিতে বলেছে, “আমরা শোকে স্তব্ধ। ডিয়োগো ও আন্দ্রের আত্মার শান্তি কামনা করছি।”
ডিয়োগো জোটা শুধু পর্তুগালেরই নয়, বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল তারকা ছিলেন। তার এই আকস্মিক প্রয়াণে ফুটবল বিশ্ব হারাল এক অসাধারণ প্রতিভাকে।