৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশে সংবিধানের নামে যেটি আছে সেটি সংবিধান নয়, সেটি হলো আওয়ামী বিধান।’ বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করলাম। উনার বাবা আমাদের সাথে আছেন। সাজ্জাদরা জীবনের মায়া ত্যাগ করে কেন শহীদ হলেন? স্বৈরাচার পতনের সাজ্জাদরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেই স্বপ্ন— নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের এই পদযাত্রা। আজকে আমাদের পদযাত্রার তৃতীয় দিন।

আমরা আজকে এই সৈয়দপুর থেকে শুরু করছি। তারপর নীলফামারী পদযাত্রা করবো। এর পর আমরা পঞ্চগড়ে যাবো। আজকে তৃতীয় দিনের মতো সেখানে পদযাত্রা শেষ হবে। এর পর চতুর্থ দিনের মতো আগামীকাল ঠাকুরগাঁও অভিমুখে আমরা যাত্রা করবো’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসনাত বলেন, ‘সাজ্জাদের বাবাই বলছিলেন, কী জন্য তুমি (সাজ্জাদ) রাস্তায় নামবে, ‘একটা নতুন বাংলাদেশের জন্য।’ একটা নতুন বাংলাদেশ শুধু যে সরকার পরিবর্তন, বিষয়টি এমন না, অবশ্যই সরকার পরিবর্তন হবে। তবে তার আগে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন।

যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয়, সেই উৎপাদনের প্রক্রিয়া আমাদের বন্ধ করতে হবে। সে জন্য আমাদের প্রশাসন ও সংবিধানের সংস্কার প্রয়োজন। আমাদের দেশে সংবিধান নামে যেটি আছে সেটি সংবিধান নয়, সেটি হলো আওয়ামী বিধান।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top