জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/বিকাশ সরকার (বিপি-৯৩২০২২৬১৭০), এসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন, এএসআই/মোঃ আশরাফুল ইসলাম, এএসআই (নিঃ) স্বপন সরকার, সঙ্গীয় ফোর্সসহ ইং-০৩/০৭/২০২৫ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় মধ্যনগর থানাধীন ০৪নং মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশে মধ্যনগর বাজার হইতে মধ্যনগর গ্রামগামী মধ্যনগর শহীদ আয়তুল্লাহ ব্রীজে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ব্রীজের রাস্তার উত্তর পূর্ব বাম পাশে হাওরে নৌকা ভর্তি ১০১ পিচ (১৩১৩ গজ) ভারতীয় প্যান্ট তৈরির থান কাপড় সহ আসামী মোঃ উমর ফারুক (৩২), পিতা-মোঃ মিলন মিয়া, মাতা-মোছাঃ মিনারা খাতুন, সাং-চান্দালীপাড়া, ২নং বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ-কে গ্রেফতার করেন
তার বিরুদ্ধে The Special Powers Act 1974 of 25B(1)(b) ধারায় মামলা রুজু করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।