৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: প্রধান আসামিসহ শ্রমিকদল নেতা গ্রেপ্তার

মোঃ নয়ন চৌধুরী তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনের কামারপট্টি এলাকার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, তজুমদ্দিন উপজেলা শ্রমিকদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক মো. রাসেল, বাস্তুহারা দলের সভাপতি মো. আলাউদ্দিন, মো. মানিক এবং ঝর্ণা বেগম।
বৃহস্পতিবার দুপুরে তজুমদ্দিন কলেজ ছাত্রদল আহবায়ক মো. রাসেলকে তজুমদ্দিন থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মো. ইকবাল হোসেন।
এরআগে প্রধান আসামি মো. আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া থেকে, মো. ফরিদ উদ্দিনকে বোরহান উদ্দিন থেকে এবং মানিককে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, গতকাল গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তেঁতুলিয়া নদী দিয়ে সীমানা পেরিয়ে ভোলা জেলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রধান আসামি ফরিদ উদ্দিন। এমন সংবাদ পেয়ে তজুমদ্দিন থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top